নিজস্ব সংবাদদাতা: আইনি পথে বিচ্ছেদের পরেও সুন্দর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ইন্দ্রাশিস রায় এবং প্রাক্তন স্ত্রী সৌরভী তরফদারের মধ্যে। তবে এবার কি নতুন সুখবর আসতে চলেছে সৌরভীর জীবনে? সামাজিক মাধ্যমে একটি ছবিকে ঘিরে সেই জল্পনা তুঙ্গে।
১০ বছরের প্রেম এবং দু'বছরের বৈবাহিক সম্পর্কের পর বিচ্ছেদে সিদ্ধান্ত নেন ইন্দ্রাশিস এবং সৌরভী। তবে এরপরও সামাজিক মাধ্যমে একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়া, কথা বলা, সবটাই থেকে গিয়েছে দু'জনের মধ্যে। কারণ দুজনেই একে অপরের খুব ভাল বন্ধু, সেটাই আজীবন থাকতে চান তাঁরা। তাঁদের সম্পর্কে নেই কোনও তিক্ততা। বিচ্ছেদের পরও নতুন করে যেন বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে দু'জনের মধ্যে।
তবে ইতিমধ্যেই কি সৌরভীর জীবনে নতুন মানুষের আগমন হয়েছে? সামাজিক মাধ্যমে সৌরভীর একটি ছবি ঘিরে উঠছে তেমন প্রশ্ন। বড়দিনের আগে সুন্দর সময় কাটাচ্ছেন সৌরভী। সামাজিক মাধ্যমে সেই সব ছবি পোস্ট করেন তিনি। অনেকের মাঝেও যেন সেই মানুষটিকে বিশেষ মনে হচ্ছে সৌরভীর জীবনে, বড়দিনে বিদেশেই সময় কাটাবেন সৌরভী, নিজের পোষ্টের মাধ্যমে দিয়েছেন সেই ইঙ্গিত।
এই সময়ের জন্য তিনি যে অপেক্ষা করে আছেন সেটাও বুঝিয়ে দিয়েছেন। মুখে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন নতুন শুরুর। এই বিষয়ে এখনও পর্যন্ত মন্তব্য করতে দেখা যায়নি ইন্দ্রাশিসকে।
