আজকাল ওয়েবডেস্ক: যদি আপনার সক্রিয় মিউচুয়াল ফান্ড SIP থেকে থাকে এবং কোনো কারণে তা বন্ধ করার কথা ভাবছেন, তবে সেটি ভুল সিদ্ধান্ত নাও হতে পারে — বরং কিছু ক্ষেত্রে এটি সঠিক পদক্ষেপও হতে পারে।


সাধারণত বিনিয়োগ পরামর্শদাতারা SIP বন্ধ না করার পরামর্শ দেন। এমনকি বাজার পড়লেও তাঁরা বলেন, এটি আসলে “সঠিক সময়” আরও বেশি ইউনিট কেনার জন্য, কারণ তখন ‘রুপি কস্ট অ্যাভারেজিং’ কাজ করে। অনেক সময় ব্যবসায় ক্ষতি হলেও তাঁরা পরামর্শ দেন SIP চালিয়ে যেতে, কারণ দীর্ঘমেয়াদি বিনিয়োগেই চক্রবৃদ্ধি হারে লাভের সুফল মেলে।


তবে তথ্য বলছে, অনেকেই এখন SIP বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মোট ৪৪.০৩ লক্ষ SIP বন্ধ হয়েছে, যেখানে আগস্টে সংখ্যা ছিল ৪১.০৩ লক্ষ, অর্থাৎ এক মাসে প্রায় ৭% বৃদ্ধি। এই সংখ্যার মধ্যে এমন SIP-ও রয়েছে যেগুলির মেয়াদ সম্পূর্ণ হয়েছে। ২০২৪ সালে একই সময়ে এই সংখ্যা ছিল সেপ্টেম্বর মাসে ৪০.৩১ লক্ষ এবং আগস্টে ৩৬.৫৪ লক্ষ।


তাহলে প্রশ্ন হল, কখন SIP বন্ধ করা ভুল নয়? চলুন দেখে নেওয়া যাক —
আর্থিক লক্ষ্য পূর্ণ হয়েছে
যদি আপনার নির্ধারিত আর্থিক লক্ষ্য পূর্ণ হয়ে যায়, তবে SIP বন্ধ করাটা যুক্তিসঙ্গত। যেমন ধরুন, আপনি যে পরিমাণ টাকা জমাতে চেয়েছিলেন, সেটি ইতিমধ্যেই অর্জন করেছেন — সেক্ষেত্রে কিছুদিন SIP বন্ধ রেখে অন্য পরিকল্পনা ভাবা যেতে পারে।


বৈচিত্র্য আনার প্রয়োজন 
যদি আপনি আপনার বিনিয়োগ বিভিন্ন স্কিমে ছড়িয়ে দিতে চান, তাহলে একটি বড় SIP বন্ধ করে একাধিক ছোট SIP শুরু করতে পারেন। এতে ঝুঁকি কমে এবং রিটার্নের স্থিতি বজায় থাকে।


ভুল সংশোধন করা 
অনেক সময় বিনিয়োগকারী বুঝতে পারেন যে ভুল ফান্ড বা ভুল ক্যাটাগরি বেছে নিয়েছেন। তখন SIP বন্ধ করে সেই অর্থ অন্যত্র স্থানান্তর করা যেতে পারে Systematic Transfer Plan (STP)-এর মাধ্যমে।


সেক্টরাল ফান্ডের মন্দা অবস্থা
যদি কোনো সেক্টরাল ফান্ডে বিনিয়োগ করে থাকেন এবং সেই সেক্টর খারাপ পারফর্ম করছে, তবে দীর্ঘ প্রতীক্ষার পরিবর্তে SIP বন্ধ করে অর্থ ইনডেক্স ফান্ডে স্থানান্তর করা বুদ্ধিমানের কাজ হতে পারে।


আর্থিক জরুরি অবস্থা
সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে কোনো অপ্রত্যাশিত আর্থিক জরুরি অবস্থা। ব্যক্তিগত জীবনে হঠাৎ কোনো বড় খরচের প্রয়োজন হলে SIP চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে কিছুদিন বিরতি নেওয়া সম্পূর্ণ যুক্তিসঙ্গত।


সুতরাং, SIP বন্ধ মানেই ভুল সিদ্ধান্ত নয়। বরং সঠিক সময়ে সঠিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলে তা আপনার সামগ্রিক আর্থিক পরিকল্পনাকে আরও দৃঢ় করতে পারে।