সংবাদসংস্থা, মুম্বই: "দেবরা" ছবি দিয়ে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবিটি মুক্তি পাবে প্যান ইন্ডিয়া জুড়ে। এই ছবির জন্য ভাষা প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক সাক্ষাত্কারে জাহ্নবী তাঁর প্যান ইন্ডিয়া ফিল্ম "দেবরা" সম্পর্কে কথা বলেছেন। কিন্তু এই ছবিতে অভিনয় করার বিষয়টিকে কেন আধ্যাত্মিক বললেন অভিনেত্রী?
তেলুগু ভাষা জানেন না জাহ্নবী। তাই সংলাপের জন্য, এই ভাষা রপ্ত করতে বেশ কিছুটা সময় ব্যয় হয়েছে তাঁকে । তবে ভাষা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, বাড়িতে তিনি হিন্দি এবং ইংরেজিতে কথা বলেন। কিন্তু যখনই তিনি মায়ের সঙ্গে তামিলনাড়ু যেতেন ছোটবেলায় তিনি তামিল ভাষায় কথা বলতেন। কারণ তাঁর মা শ্রীদেবী সেই ভাষায় দক্ষ ছিলেন।
জাহ্নবীর কথায়, ""আমি তেলুগুর চেয়ে তামিলের সাথে বেশি পরিচিত।"" এই ছবিতে কাজ করা তাঁর "হোমকামিং"-এর মতো। তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। অভিনেত্রীর কথায়, ""আমার মনে হত সেটে নয়, আমি ঘরেই আছি। আমি জানি না এটা মায়ের প্রতি আমার তীব্র মানসিক সংযুক্তির কারণে কিনা। এটা আধ্যাত্মিক। ""
ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশন-ড্রামা ফিল্ম "দেবেরা" পরিচালনা করেছেন কোরাতলা শিবা। যুবসুধা আর্টস এবং এনটিআর-এর ব্যানারে সুধাকর মিকিলিনেনি এবং কোসারাজু হরিকৃষ্ণ প্রযোজনা করেছেন ছবিটি। এর মুখ্য ভূমিকায় রয়েছেন জুনিয়র এন টি আর, সইফ আলি খান জাহ্নবী ও আরও অনেকে।
তেলুগু ভাষা জানেন না জাহ্নবী। তাই সংলাপের জন্য, এই ভাষা রপ্ত করতে বেশ কিছুটা সময় ব্যয় হয়েছে তাঁকে । তবে ভাষা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, বাড়িতে তিনি হিন্দি এবং ইংরেজিতে কথা বলেন। কিন্তু যখনই তিনি মায়ের সঙ্গে তামিলনাড়ু যেতেন ছোটবেলায় তিনি তামিল ভাষায় কথা বলতেন। কারণ তাঁর মা শ্রীদেবী সেই ভাষায় দক্ষ ছিলেন।
জাহ্নবীর কথায়, ""আমি তেলুগুর চেয়ে তামিলের সাথে বেশি পরিচিত।"" এই ছবিতে কাজ করা তাঁর "হোমকামিং"-এর মতো। তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। অভিনেত্রীর কথায়, ""আমার মনে হত সেটে নয়, আমি ঘরেই আছি। আমি জানি না এটা মায়ের প্রতি আমার তীব্র মানসিক সংযুক্তির কারণে কিনা। এটা আধ্যাত্মিক। ""
ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশন-ড্রামা ফিল্ম "দেবেরা" পরিচালনা করেছেন কোরাতলা শিবা। যুবসুধা আর্টস এবং এনটিআর-এর ব্যানারে সুধাকর মিকিলিনেনি এবং কোসারাজু হরিকৃষ্ণ প্রযোজনা করেছেন ছবিটি। এর মুখ্য ভূমিকায় রয়েছেন জুনিয়র এন টি আর, সইফ আলি খান জাহ্নবী ও আরও অনেকে।
