তাঁকে দলে রাখা নিয়ে একাধিক সমালোচনা হয়েছে। প্রশ্ন উঠেছে তাঁর ফর্ম নিয়ে। কিন্তু তিনি বরাবর চুপচাপ থাকতে পছন্দ করেন, ক্যামেরার আড়ালে থেকে নিজের কাজ করতেই পছন্দ করেন। তেমনটাই ঘটল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। একের পর এক বড় ম্যাচ তিনি ক্রিজে টিকে খেলে ফিনিশ করে এলেন।
2
7
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। কোহলি, রোহিত, শ্রেয়স আউট হওয়ার পর কেএল রাহুল ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
3
7
পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গ্রুপ পর্বে তারা হারিয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে ফের কিউইদের হারিয়েছে টিম ইন্ডিয়া।
4
7
খেতাব জিতে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন তুলেছেন রাহুল। লিখেছেন, ‘যদি আমরা না জিততাম তাহলে কী হত?’ স্বভাবতই সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠছে, ট্রফই জিতে হঠাৎ এই ধরনের পোস্ট করতে গেলেন কেন কেএল?
5
7
রাহুল নিজের পোস্টে প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘না জিতলে কী হত? মনে হয়, আমরা সেটা কখনও জানতে পারব না’! বিসিসিআইয়ের শেয়ার করা একটি পোস্টেও রাহুলকে এটা বলতে শোনা গিয়েছে। এই ডায়লগটা খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
6
7
সাধারণত, বড় কোনও ঘটনা ঘটানোর পর বিশেষ করে কোনও টুর্নামেন্ট জেতার পর অনেক খেলোয়াড়ই এই ধরনের পোস্ট করে থাকেন। সেই তালিকা থেকে বাদ গেলেন না কেএল রাহুলও।
7
7
ঐতিহাসিক জয়ের পর রাহুল জানান, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিনি কিছুটা নার্ভাস ছিলেন, তবে নিজের ওপর বিশ্বাস ছিল। তিনি বলেন, ‘আমি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই এমন পরিস্থিতিতে ব্যাট করেছি। ভাষায় বোঝানো কঠিন, তবে আমাদের দলের সকলের মধ্যেই এই দক্ষতা রয়েছে’।