শ্রেয়সী পাল: আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের বহরমপুর শহরের বিজেপি নেতা অসীম সরকার। বৃহস্পতিবার রাতে ৫০ বছর বয়সী এই নেতা বিষ খেয়ে নেন বলে সূত্রে খবর। হঠাৎ কেন এই পথ বেছে নিলেন ওই নেতা তাই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, নিজের গোরাবাজার-উকিলাবাদ এলাকার বাড়িতে বিষ খান ওই বিজেপি নেতা। গুরুতর অসুস্থ অবস্থায় এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বিজেপি নেতা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিজেপি সূত্রে খবর, অসীম সরকার বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি বিজেপির প্রার্থী হয়েছিলেন গত পুরনির্বাচনে। তিনি বহরমপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। যদিও সেই নির্বাচনে তিনি পরাজিত হন।
কিন্তু ঠিক কী কারণে অসীমবাবু আত্মঘাতী হলেন তা নিয়ে ধন্ধ রয়েছে তাঁর পরিবার এবং দলের মধ্যে। অসীম সরকারের মৃত্যুর খবর পাওয়ার পরই আজ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি সহ দলের প্রায় সমস্ত শীর্ষ নেতা-নেত্রীরা। সাংগঠনিক জেলা সহ-সম্পাদক লাল্টু দাস জানিয়েছেন, ওই বিজেপি নেতা দলের একজন সম্পদ ছিলেন। কিন্তু হঠাৎ কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তা বোঝা যাচ্ছে না। এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
