‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ যুদ্ধবিরতি শেষে গাজায় ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা ১৮০। গাজার স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, একসপ্তাহের যুদ্ধবিরতি শেষে ফের সংঘাতে জড়িয়েছে ইজরায়েল ও প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শুক্রবার সকাল থেকে গাজায় ইজরায়েলি সেনারা আবাসিক এলাকা এবং শরণার্থী শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ শুরু করে। এই হামলায় আহত কয়েকশো প্যালেস্তাইনি। ইজরায়েল সেনাবাহিনী বলেছে, স্থল, বিমান ও নৌবাহিনী গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে হামলা চালিয়েছে। দক্ষিণের খান ইউনিস ও রাফাহ শহরে হামলা হয়েছে। এদিকে ইজরায়েলি সেনা ঘনবসতিপূর্ণ দক্ষিণ গাজার লোকজনকে অন্যত্র চলে যেতে বলেছে। এদিকে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত গাজায় ১৫ হাজারের বেশি প্যালেস্তাইনি মারা গেছেন। আর হামাসের হামলায় ইজরায়েলে মৃত অন্তত ১,২০০।