আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টালবাহানার মাঝেই বড় ধাক্কা খেল পিসিবি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (‌ইসিবি)‌ জানিয়ে দিয়েছে, কোনও ইংরেজ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে খেলতে পারবেন না। আইপিএল ছাড়াও পিসিএল কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে দেখা যায় ইংল্যান্ডের ক্রিকেটারদের। আইপিএল খেলায় আপত্তি না জানালেও পিএসএলে দেশের ক্রিকেটারদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল ইসিবি। এর কারণ দেশের ক্রিকেটাররা যাতে আরও করে কাউন্টি ও দেশের অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে পারেন।


সাদা বলের ক্রিকেটারদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি করেছে ইসিবি। ইসিবি জানিয়েছে, দুটি সমান্তরাল লিগে অংশ নিতে পারবেন না বাটলাররা। যেমন ধরুন একটি টুর্নামেন্ট থেকে দল ছিটকে গেল আর অমনি সেই ক্রিকেটার অন্য লিগে খেলতে চলে গেল। এটা আর চলবে না।


ইসিবি জানিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এভাবে বিদেশি লিগ খেলার অনুমতি আর দেওয়া হবে না। এবং ফ্রাঞ্চাইজি লিগের জন্য দেশের হয়ে সাদা বলের ক্রিকেট কোনও ক্রিকেটার মিস করুক এটাও বরদাস্ত করা হবে না। ইসিবির চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড জানিয়েছেন, ‘‌এই নিয়ম ক্রিকেটারদের মধ্যে ভারসাম্য বজায় রাখবে। উপার্জন ও অভিজ্ঞতার পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটকেও দিতে হবে গুরুত্ব।’‌ 


এটা ঘটনা গোটা বিশ্বে এখন ক্রিকেট লিগের ছড়াছড়ি। আর গত বছর ৭৪ জন ইংরেজ ক্রিকেটার এই ধরনের লিগে অংশ নিয়েছেন। কিন্তু এবার নিয়ম বদলাল ইসিবি। তবে আইপিএল খেলায় থাকছে ছাড়পত্র। এই সিদ্ধান্তে আরও চাপে পড়ে গেল পিসিবি।