আজকাল ওয়েবডেস্ক:  সিনেমা চলাকালীন হলে হঠাৎ আগুন। কোনও মতে প্রাণ রক্ষা দর্শকদের। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে রাণাঘাট টকিজ সিনেমা হলে। এদিন হলে প্রথম শোয়ের পর দ্বিতীয় শো শুরু হওয়ার কথা ছিল। সময় মত নিজের সিটে গিয়ে বসেছিলেন দর্শকরা। সেই সময় হঠাৎই তাঁদের নজরে আসে হলের ভেতর ধোঁয়ায় ভরে গিয়েছে। তাড়াহুড়ো পড়ে যায় দর্শকদের মধ্যে। সকলেই তাঁদের আসন ছেড়ে পালিয়ে যান। তাড়াহুড়োতে হল ছেড়ে বেরোতে গিয়ে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয়।

 

 

জানা যায়, সিনেমা হলের ব্যালকনির এসি মেশিনে আগুন ধরে গিয়েছে। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। রানাঘাট পৌরসভার পৌরপতি কুশলদেব বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই বলে জানা গিয়েছে। তবে কীভাবে এসিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হয়েছে। তবে প্রাথমিত অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।