আজকাল ওয়েবডেস্ক:‌ কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর শীর্ষস্থান হারিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু পারথ টেস্টে দুর্দান্ত জয়ের পর ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে চলে এসেছে ভারত। তবে ফাইনালের লড়াইয়ে রয়েছে পাঁচ দল। তার মধ্যে প্রথম দুটি দল খেলবে ফাইনাল।


আপাতত এক নম্বরে টিম ইন্ডিয়া। ১৫ টেস্টের মধ্যে ৯টি জিতেছে ভারত। হার ৫টি। একটি ড্র। ভারতের পয়েন্ট ১১০। পয়েন্টের শতাংশ ৬১.১১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে। আগের দু’বারই ফাইনাল খেলেছে ভারত। এবারও রয়েছে সুযোগ।
দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১৩ টেস্টের মধ্যে জয় আট ও হার চার। ড্র এক। পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা। পয়েন্টের শতাংশ ৫৪.১৭।


ভারত এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে। এটিই ভারতের শেষ সিরিজ। অস্ট্রেলিয়া এর পর আগামী বছর জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের দেশে দুই টেস্টের সিরিজ খেলবে। বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশে দুই টেস্টের সিরিজ খেলতে নেমেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার মতো শ্রীলঙ্কারও দু’টি সিরিজ বাকি রয়েছে। 


অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পর ডিসেম্বর মাসে নিজেদের দেশেই পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে। অর্থাৎ, তাদের বাকি দু’টি সিরিজ দেশের মাটিতে। এদিকে, বৃহস্পতিবার থেকে নিজেদের দেশে ইংল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। এটিই কিউয়িদের শেষ সিরিজ।


তবে এটা ঘটনা, যদি বাকি চারটি টেস্টের মধ্যে ভারত তিনটি টেস্ট জিততে পারে ও একটি ড্র হয় তাহলে আর কারও দিকে তাকাতে হবে না রোহিতদের। ৪–০ বা ৪–১ জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটি টেস্ট হারলেই পরিস্থিতি কঠিন হয়ে যাবে। কিউয়িদের কাছে ০–৩ হারই ভারতকে ফেলেছে মহা সমস্যায়।