আজকাল ওয়েবডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারেও উত্তাল বিধানসভা চত্বর। ধর্না-পাল্টা ধর্নায় তৃণমূল-বিজেপির বিধায়করা, বুধবার একাধিক ইস্যুতে উত্তাল ছিল শহর। একদিকে ধর্মতলায় সভা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে একই দিনে বিধানসভায় উপস্থিত হয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের। আচমকা সেখানে প্রবেশ করেন বিজেপি বিধায়করা। বুধবারের ঘটনার প্রেক্ষিতে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঠিক তার পরের দিন ফের উত্তাল বিধানসভা। বি আর আম্বেদকরের মূর্তির নীচে ধর্নায় বসেছেন তৃণমূলের বিধায়করা, অন্যদিকে পালটা ধর্নায় বসেছে বিজেপি। থালা বাজিয়ে চলছে স্লোগান। অন্যদিকে আগেই জানা গিয়েছিল গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার সুকান্ত মজুমদার জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর সাসপেনশনের প্রতিবাদে ৪ ডিসেম্বর মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।