আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (I-PAC) শুক্রবার এক বিবৃতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সাম্প্রতিক তল্লাশি অভিযানকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইডি আধিকারিকরা কলকাতায় আই-প্যাকের অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালান।
আই-প্যাকের মতে, একটি পেশাদার ও অরাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ “দুর্ভাগ্যজনক” এবং তা একটি “উদ্বেগজনক নজির” স্থাপন করতে পারে। তবে একই সঙ্গে সংস্থাটি স্পষ্ট করেছে যে, তারা আইন মেনে তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবে।
আই-প্যাক তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রায় এক দশক আগে এই সংস্থার জন্ম হয়েছিল এই বিশ্বাস থেকে যে, তরুণ ভারতীয়দের শক্তি, সততা ও পেশাদারিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে পারে এবং তা সম্পূর্ণ অরাজনৈতিক ও নিরপেক্ষ অবস্থান থেকে। ছোট পরিসরে যাত্রা শুরু করে, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে হাজার হাজার পেশাদারের সম্মিলিত প্রয়াসে আই-প্যাক আজ একটি শক্তিশালী রাজনৈতিক পরামর্শদাতা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে দাবি সংগঠনের।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আই-প্যাক দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের সঙ্গে পেশাদার উপদেষ্টা হিসেবে কাজ করেছে। এর মধ্যে রয়েছে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (বর্তমানে বিআরএস), জনতা দল (ইউনাইটেড), শিব সেনা-সহ একাধিক দল। তবে আই-প্যাক জোরের সঙ্গে জানিয়েছে, তারা কখনও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে না বা কোনও রাজনৈতিক পদেও বসে না। তাদের ভূমিকা কেবল স্বচ্ছ ও পেশাদার রাজনৈতিক পরামর্শদানেই সীমাবদ্ধ।
ইডি তল্লাশির প্রসঙ্গে আই-প্যাকের বক্তব্য, “এটি আমাদের মতো একটি পেশাদার সংগঠনের জন্য কঠিন ও দুর্ভাগ্যজনক দিন।” তবে সংস্থাটি দাবি করেছে, ঘটনার পরেও তারা অবিচল এবং আইন ও নিয়মের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে।
বিবৃতির শেষাংশে আই-প্যাক জানিয়েছে, অতীতের মতো ভবিষ্যতেও তারা সর্বোচ্চ পেশাদার সততা ও দায়বদ্ধতা বজায় রেখে কাজ চালিয়ে যাবে। সাম্প্রতিক ঘটনাবলির পরেও সংগঠনটি “অবিচল, নির্ভীক এবং দায়িত্বশীলভাবে” তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
