আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা। একদিকে বোলিং বিভাগের নেতৃত্বে তিনি। অন্যদিকে দলের নেতৃত্ব। এই দুইয়ের চাপে পড়ে প্রভাবিত হবে না তো তাঁর পারফরম্যান্স?
বর্ডার-গাভাসকর ট্রফির বল গড়ানোর আগে বিশ্বজয়ী অধিনায়ক কপিলদেবের উদাহরণ দিয়ে বুমরাকে সতর্ক করে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।
তিনি বলেন, ''কপিলদেবের সঙ্গে আমি খেলেছি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। নেতৃত্ব ওর পারফরম্যান্সের উপরে প্রভাব ফেলেনি। পরিস্থিতির উপরে নির্ভর করে কে ভাল নেতা, কে খারাপ। দল যদি ভাল খেলে এবং পরিবর্তন গুলো যদি খেটে যায়, তাহলেই তুমি ভাল ক্যাপ্টেন। আর যদি ফলাফল না মেলে, তাহলে তুমি ভাল অধিনায়ক নও।''
উল্লেখ্য কীর্তি আজাদ তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন। এবার নিয়ে দ্বিতীয়বার জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। ভারত সেই ম্যাচে হার মেনেছিল।
ভারতীয় বোলিংয়ের জিয়নকাঠি বুমরার হাতে। কীর্তি আজাদ বলছেন, ''রোহিত সামনে থেকে দলকে নেতৃত্ব দিত। ওর অভাব নিশ্চয় অনুভূত হবে। এটা চিন্তারও কারণ। তবে বুমরা ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ফলে ওর থেকে আমরা ভাল কিছু প্রত্যাশা করছি।''
কীর্তি আজাদের আশা বুমরা তাঁর নামের প্রতি সুবিচার করবেন। ক্যাপ্টেন্সির প্রতি সুবিচার করবেন।
