আজকাল ওয়েবডেস্ক : নির্বাচনের আগে বড়সড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাঁকে। আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে সংসদীয় নির্বাচন হওয়ার কথা। অন্য একটি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তিনি। অবৈধ অর্থ নিয়ে লন্ডনে টাকা রাখার অভিযোগে ২০২৮ সালে অ্যাভেনফিল্ড মামলায় নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নওয়াজ শরিফ পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী যিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯২, ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০১৩ থেকে ২০১৭। কিন্তু একবারও তিনি নিজের মেয়াদ শেষ করতে পারেননি।
