আজকাল ওয়েবডেস্ক: এই রাজ্যের বিজেপি নেতারা কি তাঁদের কেন্দ্রীয় নেতাদের কোনও খবর দেন না? বুধবার ধর্মতলায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভার পর এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। 
এদিন এই সভা থেকে অমিত শাহ তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল নেতাদের সাসপেন্ডের কথা তুলে বলেন, ক্ষমতা থাকলে তৃণমূল এঁদেরকে সাসপেন্ড করুক। এর পরেই আসরে নামেন কুণাল। তিনি বলেন, "অনেকটা যেন কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়ার মতো বলে গেলেন অমিত শাহ। তিনি বললেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডলকে ক্ষমতা থাকলে আপনারা সাসপেন্ড করুন। অমিত শাহকে বলতে চাই আপনাকে কি এঁরা খবর দেয় না? তৃণমূল ভবনে বসেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিয়েছিলেন পার্থ চ্যাটার্জিকে তৃণমূল সাসপেন্ড করেছে। এই খবরটা কি আপনাদের কেউ দেয় না? ফলে তৃণমূল কংগ্রেস জানে কখন কী করতে হয়।" এরপরেই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে কুণাল অভিযোগ করেন, সিবিআইয়ের এফআইআর-এ নাম থাকা সত্ত্বেও অমিত শাহরা শুভেন্দুকে পাশে বসিয়ে দল করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে কুণাল বলেন, ক্ষমতা থাকলে শুভেন্দুকে গ্রেপ্তার বা সাসপেন্ড করে দেখাক অমিত শাহরা। তারপর যেন তৃণমূলের দিকে তাকিয়ে কথা বলা হয়।