যদিও হাওয়া অফিস আগেই জানিয়েছিল রবিবার থেকে পারদ চড়তে পারে জেলায় জেলায়। তবে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী এক সপ্তাহ খুব একটা বড় বদল হবে না রাজ্যের আবহাওয়ার।
2
8
অর্থাৎ শীতপ্রেমীদের জন্য সুখবর। রাজ্যে হাড়কাঁপানো শীতের স্পেল বাড়ছে আও কিছুটা।
3
8
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বাংলায় হাড়কাঁপানো ঠান্ডা থাকবে। বিশেষত, জেলার দিকে শীত বেশি অনুভূত হবে। যদিও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে তা শীত উধাও হয়ে যাওয়ার মতো নয়।
4
8
উত্তুরে হাওয়া প্রবেশে বাধা নেই। ফলে দক্ষিণ তো বটেই উত্তরেও জারি রয়েছে প্রবল শীত। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় রোজই ৫ ডিগ্রির নীচে চলে যাচ্ছে। এছাড়া জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এবং ডুয়ার্সেও বেশ ঠান্ডা রয়েছে। আগামী চার দিন উত্তরবঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
5
8
কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। সেখানে দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ থেকে ১৯৯ মিটার পর্যন্ত। অন্যান্য জেলাগুলিতেও কমতে পারে দৃশ্যমানতা।
6
8
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকালের দিকে ঘন কুয়াশার আস্তরণ থাকলেও, বেলা বাড়তেই কুয়াশা সরে রোদ দেখা দিয়েছে। তবে শিট কিছুটা কম অনুভূত হলেও, সূর্্য ডুবলেই ফের কনকনে শীতের আমেজ ফিরবে।
রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দিনভর তাপমাত্রা এর আশেপাশেই থাকবে। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রির আশেপাশে।