আজকাল ওয়েবডেস্ক: আগামী কয়েক দশকে দেশে স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন জিই হেল্থকেয়ারের ডিরেক্টর শোভা মিশ্র ঘোষ। অনুষ্ঠানটি আয়োজন করে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং স্কুল অফ মিডিয়া সায়েন্স, পারফরমিং অ্যান্ড ফাইন আর্টসের ডিন ড. মিনাল পারিক।
আলোচনায় ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, "২০৪৭ সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারিত হয়েছে। স্বাস্থ্য পরিষেবার অগ্রগতিই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।"
শোভা মিশ্র ঘোষের কথায়, "করোনা পরবর্তী সময়ে সরকার স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর দিয়েছে। বর্তমানে স্বাস্থ্য পরিষেবায় ভারত ২.২ শতাংশ জিডিপি ব্যয় করে। যেখানে আমেরিকা ১৭ শতাংশ জিডিপি ব্যয় করে। আগামী ৭ বছরের মধ্যে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের শিল্পক্ষেত্রে পরিণত হবে এটি। যার ফলে পড়ুয়া এবং স্বাস্থ্য পরিষেবায় যুক্ত কর্মীদের কাজের সুযোগ আরও বাড়বে।"