আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। শীঘ্রই রাশি পরিবর্তন করতে চলেছেন ন্যায়ের দেবতা শনিদেব। বর্তমানে শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে রয়েছে। গত ২৯ জুন শনি কুম্ভ রাশিতে বক্রী হয়েছিল। আগামী ১৫ নভেম্বর নিজের গতিপথ বদলাবে শনি। কুম্ভ রাশিতেই মার্গী হবেন শনিদেব। আগামী শুক্রবার শনি বিকেল ৫টা ১১ মিনিটে কুম্ভ রাশিতে বক্রি থেকে মার্গী হবে।যার প্রভাবে বেশ কয়েকটি রাশির ভাগ্যের চাকা ঘুরবে। অর্থ-যশ-খ্যাতি আসবে কাদের? জেনে নেওয়া যাক-
মেষ রাশি -বহুদিনের কাঙ্ক্ষিত সাফল্য পাবেন মেষ রাশির মানুষেরা। কর্মক্ষেত্রে কোনও সমস্যা চললে তা মিটে যাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। আয় বাড়বে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।
কর্কট রাশি – শনির মার্গী হলে লাভবান হবে কর্কট রাশি। অনেকদিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন। ঋণ শোধ করতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ে বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।
কুম্ভ রাশি - কুম্ভ রাশির জন্য শনি গ্রহের বক্রি থেকে মার্গি হওয়া শুভ হতে চলেছে। যে কোনও কাজে হাত দিলেই সাফল্য পেতে পারেন। বাড়বে আত্মবিশ্বাস। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজের প্রশংসা পেতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে বাড়বে সঞ্চয়। ব্যবসায়ে বড় লাভের চুক্তি হতে পারে। পরিবারে সুখ-শান্তি থাকবে।
