সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এ শাহরুখ খানের ‘ডাঙ্কি’র সঙ্গে টক্কর দিয়ে বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি 'সালার'। এ ছবির মাধ্যমে পায়ের তলায় জমি ফিরে পেয়েছিলেন প্রভাস। এরপর ‘কল্কি ২৮৯৮ এডি’ বিপুল সাড়া ফেলতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন এই দক্ষিণী তারকা। ফের চায়ের কাপের চর্চায় উঠে এসেছেন তিনি। ‘কল্কি’র পরে একগুচ্ছ ছবির কাজও জমা হয়েছে তাঁর হাতে। এইমুহূর্তে তারকার আগামী ছবি ‘স্পিরিট’ নিয়ে বিপুল আগ্রহ জমছে দর্শকের মনে। তবে এইমুহূর্তে আরও একটি খবর প্রকাশ্যে এল 'বাহুবলী' নায়ককে ঘিরে, যা শুনে নড়েচড়ে বসেছে ‘রেবেল ফ্যানেরা’।
জনপ্রিয় প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস-এর সঙ্গে একটি বড়সড় চুক্তিতে আবদ্ধ হয়েছেন প্রভাস। প্রযোজনার তিনটি ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। খবর, এর জন্য বিপুল টাকার পারিশ্রমিক পাচ্ছেন ‘কল্কি ২৮৯৮ এডি’র নায়ক। ফিসফাস, পাবেন ছবির লভ্যাংশের একটি বড় অংশও । তবে মোট কত টাকা পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন প্রভাস? তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, এই প্রযোজনা সংস্থা-ই ‘সালার’ ছবির প্রথম পর্ব তৈরি করেছে। ৪০০ কোটি টাকার উপরে ব্যবসা করেছিল সে ছবি। এবার সেই ছবির সিক্যুয়েলের পাশাপাশি আরও দু'টি ছবিতে দেখা যাবে দক্ষিণের এই 'রেবেল' তারকাকে। সেই সিক্যুয়েল মুক্তি পাবে ২০২৬-এ। পরের দুই বছর-অর্থাৎ ২০২৭ ও ২০২৮-এ বাকি ছবি দু'টি মুক্তি পাবে। শুক্রবার সমাজমাধ্যমে এই ঘোষণা করা হয়েছে ওই প্রযোজনা সংস্থার তরফেই। আরও জানানো হয়েছে তারা প্রবাসের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হতে পেরে ‘গর্বিত’।
সবকিছু ঠিকঠাক আগামী বছর অর্থাৎ ২০২৫-এর জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে 'স্পিরিট'-এর শুটিং। ওই বছরেই বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির।
