আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ ও অনুবাদক বিবেক দেবরায়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মোদি জমানায় ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। মৃত্যুর দিন পর্যন্ত কাজ করেছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থনীতিবিদ হওয়ার পাশাপাশি আরও একাধিক পরিচয় রয়েছে বিবেক দেবরায়ের। তিনি বিশিষ্ট অনুবাদক এবং শাস্ত্রজ্ঞ। রামায়ণ, মহাভারত, পুরাণের মতো বহু হিন্দু ধর্মগ্রন্থ ইংরাজিতে অনুবাদ করেছেন তিনি। অর্থনীতির উপরও বহু পরিচিত গ্রন্থের লেখক বিবেকবাবু।
২০১৬ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে ভারত সরকার। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলছেন, “বিবেক দেবরায় প্রাজ্ঞ ব্যক্তিত্ব, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি আধ্যাত্মিকতা-সহ বহু ক্ষেত্রে প্রগাঢ় জ্ঞানের অধিকারী ছিলেন। ভারতের জ্ঞানচর্চায় তাঁর অবদান অনস্বীকার্য।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিবেক দেবরায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।
