আজকাল ওয়েবডেস্ক: অসময়ে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। শিলাবৃষ্টি, সঙ্গে বজ্রপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গোটা রাজ্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ২০ জন। আহত হয়েছেন ১০ জন। কমপক্ষে ৪০টি পশু বজ্রপাতের কারণে মারা গিয়েছে।
রবিবার আবহাওয়া দপ্তরের তরফে আগেভাগে পূর্বাভাস জারি করা ছিল না। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির কারণে শীতকালীন ফসল, চাষের জমি, বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজকোটের ক্রিকেট স্টেডিয়ামেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।
বর্তমানে জাপান সফরে গেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। সেখান থেকেই মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। রাজ্যজুড়ে উচ্চ সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর গতকাল রাতেই কয়েকটি এলাকায় কমলা ও লাল সতর্কতা জারি করে। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।