আজকাল ওয়েবডেস্ক: দিনে দিনে পেরিয়ে যাচ্ছে এক একটা দিন। ড্রিলিং চলছে। সুড়ঙ্গে বিপর্যয়ে শ্রমিকরা আটকে যাওয়ার পর থেকে সমানে উদ্ধারকার্য চলছে। বারবার একাধিক পদক্ষেপ গ্রহণ করার পর সম্পূর্ণ হয়নি এখনও উদ্ধার কার্য। সুড়ঙ্গে সোজা পথে ঢুকতে বারবার বাধা পাওয়ায়, ঘুরপথে টানেলে ঢোকার জন্য নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার চালাচ্ছে ভারতীয় সেনাও। সেনা পরিষ্কার করছে মূল রাস্তা। আগার মেশিন ভেঙে পড়ায় বন্ধ মূল রাস্তা। আশা করা হচ্ছে আজ রাতের মধ্যেই পরিষ্কার হবে সুড়ঙ্গের মূল পথ। রবিবার জানা গিয়েছ, সুস্থ রয়েছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকদের পরিবার গুলি প্রবল চিন্তায় রয়েছেন গত কয়েকদিন ধরে। শ্রমিকদের পরিবারের সদস্যরা বলছেন, আর কখনও সেখানে কাজে পাঠাবেন না। ছেলেদের ঘরে ফেরার অপেক্ষা করছেন তাঁরা।