নিজস্ব সংবাদদাতা: বেড়ে ওঠা তার জঙ্গলে, অনাহারে। তবুও অদম্য তার প্রতিভা, অব্যর্থ তার নিশানা। সে 'রাঙামতি তিরন্দাজ'। স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক। প্রযোজনায় 'টেন্ট সিনেমা'।
এক প্রত্যন্ত আদিবাসী গ্রামের মেয়ে রাঙামতি। দারিদ্রতা যেন পিছু ছাড়ে না তার। জীবিকার জন্য হাতে তুলে নেয় সে তীর ধনুক। জঙ্গলে তীর নিয়ে আত্মরক্ষা করে। কিন্তু এই তির ধনুকই ধীরে ধীরে হয়ে ওঠে তার ভাল লাগার বিষয়। জানতে পারে তিরন্দাজ হয়েও জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। কিন্তু পাশে পায় সে দিদিমণিকে। এগিয়ে যাওয়ার পথে দিদিমণির হাতে হাত রেখে মনোবল আরও বাড়ে তার। কিন্তু ঘটনাচক্রে শহরে এসে নিজের স্বপ্নপূরণের জায়গায় বাড়ির কাজের লোকে পরিণত হয় সে। মুখচোরা রাঙামতি জোর গলায় প্রতিবাদ করতে পারে না।
এর মধ্যেই ঘোর বিপদ নেমে আসে তার জীবনে। বাড়ির সবাই জোর করে রাঙার বিয়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে দিদিমণি রাঙাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে। কিন্তু তিরন্দাজ হয়ে সোনার মেডেলের জায়গায় তার স্বপ্ন ভেঙে বিয়ের মালা গলায় দিতে হবে ভাবলেই চোখে জল চলে আসে রাঙামতির। কী হবে এবার রাঙার সঙ্গে? স্বপ্নপূরণে বাধা হবে? কার সঙ্গেই বা রাঙার বিয়ে ঠিক করেছে দিদিমণি? এই সব প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
