আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। শিয়ালদার ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, অগ্নিকাণ্ড ঘটলেও, তাতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছে রোগীর পরিবার। 

জানা গিয়েছে, মৃতের নাম উত্তম বর্ধন। পরিবারের অভিযোগ, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু ঘটেছে তাঁর। শিয়ালদা ইএসআই হাসপাতালে শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোর ৫টা নাগাদ আগুন দেখতে পাওয়া যায়। দোতলায় পুরুষ সার্জিকাল বিভাগে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 


 অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায় হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য তলায় স্থানান্তর করা হয় বহু রোগীকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। পুরুষ সার্জিকাল বিভাগে  অন্তত ৮০ জন রোগী ভর্তি ছিলেন, তাঁদের মধ্যে বয়স্ক রোগীরাও ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনার পরেই, তাঁদের তৎক্ষণাৎ অন্য বিভাগে স্থানান্তর করা হয়।

দমকলমন্ত্রী হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় দু’ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাঝেই অগ্নিকাণ্ডের ধোঁয়ার কারণে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। যদিও হাসপাতাল কত্তৃপক্ষ সূত্রে আগেই জানা গিয়েছিল, অগ্নিকাণ্ডের কারণে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।