আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরে হাত ভর্তি চুরি, সঙ্গে মোটা শাঁখা পলা। বিয়ের পরে বাঙালি মেয়েদের এটাই রীতি। তবে সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছুই। পরিবর্তন এসেছে শাঁখা পরার ধরনেও। সোনা দিয়ে বাঁধানো শাঁখার পরিবর্তে এখন মোটা শাঁখা পছন্দ করছেন অনেকেই। শাখার নকশাতেও নতুনত্ব। আগে হস্তিমুখী, মকরমুখী ও ময়ূরমুখী নকশার শাঁখা সনাতনী সাজের সঙ্গে প্রচলিত ছিল। এখন নকশার বদলের জন্যই নাম হয়েছে বেণীশাঁখা, শঙ্খপাতা, ধানছড়া, দড়িবান, বাজগিটটু, পানবোট, সতীলক্ষ্মী, জলফাঁস, লতাশাঁখা, তারপ্যাঁচ, মোটালতা, নাগরীবালা- আরও কত কী!
শাড়িতে যেমন পুরনো ধনেখালি,তাঁত, তাঁত বেনারসি ফিরে এসেছে, তেমনি স্টাইলিংয়েও ফিরেছে শাঁখা। সঙ্গে সিঁদুরের টিপ। হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে মোটা শাঁখা ও কয়েক গাছা পলা বেশ মানায়। সঙ্গে হালকা মেকআপ আর হাত খোঁপা। দু"হাতেই পরতে হবে তার কোন মানে নেই, এক হাতেও আপনি একটা মোটা শাঁখা পরতে পারেন।
শাড়িতে যেমন পুরনো ধনেখালি,তাঁত, তাঁত বেনারসি ফিরে এসেছে, তেমনি স্টাইলিংয়েও ফিরেছে শাঁখা। সঙ্গে সিঁদুরের টিপ। হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে মোটা শাঁখা ও কয়েক গাছা পলা বেশ মানায়। সঙ্গে হালকা মেকআপ আর হাত খোঁপা। দু"হাতেই পরতে হবে তার কোন মানে নেই, এক হাতেও আপনি একটা মোটা শাঁখা পরতে পারেন।
