আজকাল ওয়েবডেস্ক: সাংবাদিক সমিয়া বিশ্বনাথন হত্যাকাণ্ডে অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল দিল্লির সাকেত আদালত। ঘটনার প্রায় ১৫ বছর পর রায় দিয়েছে আদালত। পঞ্চম অভিযুক্ত ইতিমধ্যেই জেলে বন্দি। বাকি চারজনকে মকোকা আইনের অধীনে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। পঞ্চম অভিযুক্তকে ৭.৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, এই টাকার বেশির ভাগটাই যাবে নিহতের পরিবারের কাছে।

সমিয়া বিশ্বনাথনের মত একজন তরুণী সাংবাদিকের মৃত্যুতে এদিন শোকপ্রকাশ করেছে আদালত। ২০০৮ সালে ৩০ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে গুলি করে হত্যা করা হয় সমিয়াকে। সেই সময় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই তরুণীর ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তবে ঘটনার পর প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সমিয়ার। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর দেখা যায় মাথায় বন্দুকের গুলি লেগে মৃত্যু ঘটেছে।