আজকাল ওয়েবডেস্ক: দশমীর রাতে পুজো দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত পাঁচ। বাইক দুর্ঘটনায় আহত আরও একজন। তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে ভর্তি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ এলাকায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দু’জন হাসপাতালে হাসপাতালে যাওয়ার পথে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম নিমাই দাস (২৩), পরিতোষ দাস (২২), প্রত্যুষ দাস (১৮), ভোলা প্রসাদ (২১) ও মিঠুন বসাক (২৩)। মৃত প্রথম তিনজন চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের শীতলাগছের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি ইসলামপুরের রামগঞ্জের বসাক পাড়ায়। রামগঞ্জের বসাক পাড়ার মানিক বসাক (২৩) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রামগঞ্জ ফাঁড়ি এলাকার সাপনিকলা বনাঞ্চল এলাকায় দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বাইক দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর ঠাকুর দেখতে বেরিয়ে রাত ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
