আজকাল ওয়েবডেস্ক :  কংগ্রেসের বর্ষীয়ান সদস্য পি চিদাম্বরম এবার সরাসরি আক্রমণ করলেন বিজেপি সরকারকে। তিনি বলেন, তদন্তকারী সংস্থাগুলিকে নিজের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। প্রতিটি বিরোধী রাজ্যের নির্বাচনের আগে বিজেপি এই খেলা খেলছে। তিনি আরও বলেন, বিজেপির প্রতিটি সদস্যকে যেন ভগবান নির্বাচিত করে দিয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। নিজের এক্স হ্যান্ডেলে চিদাম্বরম লেখেন, তেলেঙ্গানাতে নির্বাচনের আগেই সেখানে কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে সমন জারি করছে তদন্তকারী সংস্থাগুলি। নির্বাচনের প্রচার চলাকালীন এই ধরনের কাজের অর্থ তারা বিরোধী শিবিরকে কায়দা করতে চাইছে। তেলেঙ্গানাতে যাদের বিরুদ্ধে এজেন্সির সমন গিয়েছে তাদের মধ্যে একজন বিজেপি ছেড়ে সদ্য কংগ্রেসে যোগদান করেছে। তাহলে এর মানে হল বিজেপিতে থাকলে কোনও এজেন্সি কারও বিরুদ্ধে কাজ করবে না। সরকারে থেকে ক্ষমতার যে অপব্যবহার বিজেপি করছে তার ফল ভুগতে হবে বলেও এদিন জানান চিদাম্বরম। প্রসঙ্গত, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৩০ নভেম্বর। ফলঘোষণা ৩ ডিসেম্বর। তার আগে চিদাম্বরমের এহেন মন্তব্য কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে বিজেপিকে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে কংগ্রেস প্রতিবারই এই কথা বলে। তবে এসব করে কংগ্রেসের দুর্নীতি রোখা যাবে না।       
