আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানে দুঃসাহসিক চুরি। শুক্রবার মাঝরাতে কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের প্রায় ৩৫০ বছরের প্রাচীন পারিবারিক দুর্গা মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে। দুর্গা প্রতিমা-সহ অন্যান্য দেবদেবীর মূর্তির গা থেকে সমস্ত গহনা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী। চুরি যাওয়া গহনার আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

 

 

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১২:৪৮ নাগাদ খালি পায়ে বারমুডা প্যান্ট ও গোলাপি ফুলহাতা জামা পড়া এক দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তার মাথা থেকে নাকের নিচ পর্যন্ত গামছা বা কাপড় দিয়ে ঢাকা। বাম পা দেবীর পায়ের কাছে রেখে চোরকে একে একে দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ-সহ সমস্ত প্রতিমার গায়ের থেকে যাবতীয় গহনা খুলে নিতে দেখা যায়। মন্দিরের পুরোহিত দাবি করেছেন, ২০ ভরি স্বর্ণালঙ্কার-সহ ৪০০ ভরি রূপার গহনা চুরি গিয়েছে। ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

 

 

এই মন্দিরের ইতিহাস অনুযায়ী, তৎকালীন বর্ধমানের রাজা চট্টোপাধ্যায় পরিবারের দুর্গা মন্দির নির্মাণ ও পূজা পরিচালনার জন্য বেশ কিছু জমি দান করেছিলেন। জমিতে চাষের উপার্জনের থেকে দেবীর বাৎসরিক পূজা ও নিত্যসেবার খরচ পরিচালনা করা হয়। পূজা পরিচালনার জন্য পরিবারের পক্ষ থেকে একটি ট্রাস্ট ও গঠন করা হয়েছে। 

 

 

ট্রাস্টের সম্পাদক অরূপ কুমার বলেন, 'এবছর মন্দিরে আমরা কেউ পাহারায় ছিলাম না। কারণ, শাস্ত্র অনুযায়ী এবার রাতেই পূজা হয়েছে। পূজার পর সকলেই ঘরে চলে যাই। কিন্তু আজ ভোরে এসে দেখি মন্দিরের সামনের গেটের তালা অক্ষত থাকলেও পাশের একটি গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পাই সমস্ত গহনা চুরি হয়ে গিয়েছে।'