আজকাল ওয়েবডেস্ক : যেকোনো ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট রেটে সুদের হার মাঝে মাঝে পরিবর্তন করে থাকে। যদি গ্রাহক সেই নতুন সুদের হার না জানতে পারেন তাহলে তিনি সেই মত নিজের টাকা বিনিয়োগ করতে পারবেন না। সম্প্রতি ব্যাঙ্ক অফ বারোদা ফিক্সড ডিপোজিট নিয়ে তাদের সুদের হার পরিবর্তন করেছে। 

 

৩ অক্টোবর থেকে এই নতুন সুদের হার শুরু করেছে ব্যাঙ্ক অফ বারোদা। এখানে সর্বোচ্চ ৩ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। 

 

৭-১৪ দিনের মধ্যে সাধারণ নাগরিক পাবেন ৪. ২৫%, সিনিয়র সিটিজেন পাবেন ৪. ৭৫%।

 

১৫-৪৫ দিনের মধ্যে সাধারণ নাগরিক পাবেন ৪. ৫০%, সিনিয়র সিটিজেন পাবেন ৫%,।

 

১ বছরের জন্য সাধারণ নাগরিক সুদ পাবেন ৬. ৮৫%, সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৩৫%।

 

৫-১০ বছরের জন্য সাধারণ নাগরিক সুদ পাবেন ৬. ৫০%, সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৫০%।

 

এর ওপরে যত বেশি সময় ফিক্সড ডিপোজিট করবেন তত বেশি হারে সুদ মিলবে।