আজকাল ওয়েবডেস্ক: শীতের ছুটির ভিড় হঠাৎ করেই হাজির হয়। একদিন মনে হয়, “ভাবছি একটু বেড়াতে যাব”, আর পরদিনই দেখা যায় পছন্দের ফ্লাইট হয় সোল্ড আউট, নয়তো তার দাম প্রায় বিজনেস ক্লাসের সমান। হোটেলের ক্ষেত্রেও একই ছবি ভাল অপশনগুলো দ্রুত উধাও হয়ে যায়, আর যা থাকে তা হয় অত্যধিক দামি, নয়তো থাকার জায়গা থেকে অনেক দূরে।
ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে ভ্রমণের খরচ বাঁচানোর আসল উপায় কোনও গোপন কুপন নয়। আসল চাবিকাঠি হল পরিকল্পনা করে বুকিং করা।
যদি আপনার ভ্রমণের তারিখ একেবারেই নির্দিষ্ট থাকে, তাহলে সস্তার ডিলের জন্য অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ। পিক সিজনে সাধারণত আসন ও ঘর কমতে থাকলে দাম বাড়েই। তাই এই পরিস্থিতিতে দেরি না করে আগেই বুকিং করাই বুদ্ধিমানের কাজ। এরপর ফ্লাইটের সময়, স্টপওভার বা হোটেলের ক্যানসেলেশন শর্ত দেখে খরচ কমানোর চেষ্টা করা যায়।
তারিখে সামান্য নমনীয়তা থাকলে সুবিধা হয়। একদিন আগে বা পরে যাত্রা করলেই অনেক সময় ভাড়ার আকাশ-পাতাল পার্থক্য দেখা যায়। ভোরের ফ্লাইট বা গভীর রাতের রিটার্ন সাধারণত সস্তা হয়, কারণ সেগুলোর চাহিদা কম। সার্চ করার সময় ক্যালেন্ডার ভিউ ব্যবহার করলে সহজেই বোঝা যায় কোন দিনগুলোতে দাম বেশি।
ফ্লাইট খোঁজার সময় পর্যটকের মতো নয়, বরং রুট প্ল্যানারের মতো ভাবুন। সব সময় “দিল্লি থেকে সরাসরি গন্তব্য” সেরা অপশন নাও হতে পারে। কাছাকাছি কোনও বড় হাবে আগে পৌঁছে সেখান থেকে অন্য ফ্লাইট নিলে খরচ কমতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রেও পাশের কোনও শহরে নেমে ট্রেন বা ছোট ফ্লাইটে মূল গন্তব্যে যাওয়া অনেক সময় সস্তা পড়ে।
হোটেল বুকিং যত তাড়াতাড়ি সম্ভব করুন, তবে রিফান্ডেবল রেট বেছে নেওয়া ভাল। এতে আপনি আগেভাগেই ঘর নিশ্চিত করতে পারবেন, আবার দাম কমলে ক্যানসেল করে নতুন করে বুক করতেও পারবেন।
হোটেল বুকিংয়ের সময় উৎসব সংক্রান্ত লুকানো চার্জ খেয়াল রাখুন। ক্রিসমাস ডিনার বা নিউ ইয়ার গালার মতো বাধ্যতামূলক খরচ রাতের ভাড়া অনেক বাড়িয়ে দিতে পারে। যদি পার্টিতে আগ্রহ না থাকে, তাহলে একটু কম পর্যটনপ্রবণ এলাকায় থাকা লাভজনক হতে পারে।
যাঁদের এয়ারলাইন মাইলস বা হোটেল পয়েন্ট আছে, তাঁদের জন্য এই সময়টা সেগুলো ব্যবহারের সেরা সুযোগ। নগদ ভাড়া যখন আকাশছোঁয়া, তখন পয়েন্টে বুকিং অনেক বেশি মূল্যবান মনে হয়।
ক্যানসেলেশন ও পরিবর্তনের শর্ত ভাল করে পড়ুন। পিক সিজনে পরিকল্পনা বদল হতেই পারে।
একটু বেশি দিয়ে হলেও নমনীয় টিকিট বা রিফান্ডেবল হোটেল বুক করা মানেই হল আপনি সকলের থেকে লাভবান হবেন। পিক সিজনে খরচ কিছুটা বেশি হবেই। কিন্তু সঠিক সময়ে, সঠিক পরিকল্পনায় বুকিং করলে অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচ এড়ানো সম্ভব।
