উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় এদিন প্রচণ্ড কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহারেও ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে এদিন।
2
5
উত্তরবঙ্গের মালদা, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলার এক–দু’টি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু এলাকায় হালকা কুয়াশার প্রভাব ছিল।
3
5
বড়দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের এক–দু’টি স্থানে উল্লেখযোগ্যভাবে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। যদিও রাজ্যের অন্যান্য অংশে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আবার এক–দু’টি স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাও রেকর্ড হয়েছে। রাজ্যের বাকি অংশে তাপমাত্রা ছিল মোটের ওপর স্বাভাবিক।
4
5
বড়দিনে দার্জিলিঙে পারদ নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, সমতলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। সেখানে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
5
5
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু’দিনে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।