আজকাল ওয়েবডেস্ক: একটি, দুইটি নয়। পরপর সাতটি ময়ূরের মৃতদেহ উদ্ধার করল বন দপ্তর। জঙ্গলের মধ্যে থেকে একাধিক ময়ূরের মৃতদেহ উদ্ধার করেছেন বন দপ্তরের আধিকারিকরা। মৃতদেহগুলো ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বিজনুর জেলায়। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ওই জেলার ভিক্ষাওয়ালে গ্রামের একটি কালভার্টের পাশ থেকে সাতটি ময়ূরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভর সন্ধেয় মৃতদেহগুলো দেখতে পান গ্রামবাসীরা। তাঁরাই বন দপ্তরে খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছে ময়ূরগুলোর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
বন দপ্তরের অনুমান, ময়ূরগুলোকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এতগুলো ময়ূর হত্যা করে গ্রামের মধ্যে ফেলে রেখে পালাল, তা ঘিরে রহস্য রয়েছে। যদিও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষ খাইয়ে হত্যা করা হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। গ্রামের মানুষ সাতটি ময়ূরের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
