সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই কোরিওগ্রাফার হিসাবে বেশ সুপরিচিত নাম জনি মাস্টার। যাঁর শাইক জনি বাশা। তাঁর নামে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা আইনে (POCSO) মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃত ভাবে আঘাত করার অভিযোগও। যার জেরে গত মাসেই গোয়ায় গ্রেফতার হন জানি মাস্টার।
মধ্যপ্রদেশের এক তরুণী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময় জানি মাস্টার তাঁর যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ তোলেন ওই তরুণী। যে সময় ওই তরুণীর সঙ্গে এই হেনস্থার ঘটনা ঘটে তখন তিনি নামবালিকা ছিলেন।
এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন কোরিওগ্রাফার জনি মাস্টার। প্রসঙ্গত, 'তিরুচিত্রম্বলাম' ছবির গান ‘মেঘম করুককথা’র জন্য সেরা কোরিওগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। যদিও এই গানের আরও এক কোরিয়াগ্রাফার সতীশ কৃষ্ণনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান জনি মাস্টার। শুক্রবার, কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেল বিবৃতি দিয়ে জানায়, এই জাতীয় পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেলের উপ-পরিচালক ইন্দ্রাণী বোসের স্বাক্ষরিত চিঠিতে লেখা রয়েছে: ‘অভিযোগের গুরুতরতা এবং বিষয়টি বিচারাধীন হওয়ার পরিপ্রেক্ষিতে, কর্তৃপক্ষ ২০২২ সালের (তিরুচিত্রম্বলম ছবির জন্য) সেরা কোরিওগ্রাফির জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাইক জনি বাশার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।'
