মিল্টন সেন: রাজ্যে বন্যা পরিস্থিতিতে ফের দুর্গতদের পাশে দাঁড়াল প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক কর্তাদের সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে যতই উৎসব হোক সাধারণ মানুষের সেবায় যেন কোনও অসুবিধা না দেখা দেয়। আর পুজোর আগে রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতিতে ফের একবার ত্রাতা হয়ে দাঁড়াল সরকার। হুগলি জেলায় গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে ত্রাণ কর্মসূচি।
জেলা প্রশাসনের ১৫২টি সরকারি দল প্রতিদিন বন্যাদুর্গত এলাকায় ঘুরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। টানা ২০ দিন ধরে চলছে এই ত্রাণ বিতরণের কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, দুর্গাপুজোর আগে বন্যাদুর্গত মানুষদের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। বন্যা কবলিত এলাকায় গিয়ে নতুন শাড়ি, ধুতি, জামা ও ছোটদের পোশাক বিতরণ করা হচ্ছে প্রশাসনের তরফে।
বৃহস্পতিবার জেলাশাসক মুক্তা আর্য খানাকুল ১ এবং ২ ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে নতুন পোশাক তুলে দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বন্যা দুর্গত মানুষের পুজোর আনন্দে যেন কোনো খামতি না থাকে। পুজোর আগে নতুন জামাকাপড় হাতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের আনন্দ ছিল দেখার মত।
