আজকাল ওয়েবডেস্ক : রেলে চাকরি করার সেরা সুযোগ। আরআরসি ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। ইতিমধ্যেই রেলের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীরা আবেদন করতে শুরু করেছেন। ১৯ অক্টোবরের মধ্যে সমস্ত আবেদন জমা দিতে হবে।
যারা লেভেল টুয়ের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ৩০ বছর। যারা লেভেল ওয়ানের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ৩৩ বছর। প্রতিটি পদের জন্য ন্যুনতম বয়স হতে হবে ১৮ বছর। প্রার্থীকে ক্লাস টেন পাস হতে হবে। পাশাপাশি আইটিআই সার্টিফিকেট থাকতেই হবে। গ্রুপ সি লেভেল টুতে মাইনে শুরু হবে ১৯ হাজার ৯০০ থেকে শুরু করে ৬৩ হাজার ২০০ টাকা।
গ্রুপ ডি লেভেল ওয়ানের ক্ষেত্রে মাইনে শুরু করে ১৮ হাজার থেকে শুরু করে ৫৬ হাজার ৯০০ টাকা। যারা জেনারেল কাস্ট বা ওবিসি তাদের ফি হিসাবে দিতে হবে ৫০০ টাকা। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও ৫০০ টাকা ফি দিতে হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে যারা রয়েছেন তাদের ২৫০ টাকা দিতে হবে। আরআরসি জানিয়েছে প্রার্থীদের সকলকে লিখিত পরীক্ষা দিতে হবে। সেখানেই তাদের কাগজপত্রের বৈধতা দেখা হবে। বাকি তথ্য দেখতে হলে রেলের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে।
