আজকাল ওয়েবডেস্ক: সামান্য রুটিরুজির তাগিদে সাতসকালে পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিল। আচমকাই দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই কিশোরীর। কাজে যাওয়ার সময় বিদ্যুতের ঝুলন্ত তারে শক লেগে মৃত্যু হল দুই কিশোরীর। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরা বস্তি এলাকায়। মৃতদের বাড়ি নেওড়া চা বাগান সংলগ্ন এলাকায়। 

 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতাদের নাম আলিশা ওরাও (১৭) এবং রাধিকা ওরাও(১৯)। মূলত এরা বিভিন্ন বাগানে যখন যখন কাজের জন্য ডাক পড়ে, তখন কাজ করতে যায়। এদিন ঘটনার পর গাড়িতে থাকা সাতজনকে মাল হাসপাতালে নিয়ে আসা হলে দুইজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা এবং মৃতাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। 

 

দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় নেওড়া বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, এদিন পিকআপ ভ্যানে করে নেওড়া বস্তি থেকে অন্য চাবাগানে কাজে যাচ্ছিল তারা। এলাকাবাসীদের অভিযোগ রাস্তার ওপর তার ঝুলে থাকলেও সেটি সরানোর জন্য বিদ্যুৎ দপ্তরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ, দুর্ঘটনার পর চার ঘন্টা পেরিয়ে গেলেও সেই তার সরানোর জন্য কেউ আসেননি। এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়েছে।