অতীশ সেন, ডুয়ার্স:‌ জলপাইগুড়ি জেলার নাগরাকাটা সংলগ্ন জলঢাকা নদীতে ভেসে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করলেন বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে সোমবার সন্ধেয় নাগরাকাটা বস্তির কাছে জলঢাকা নদীতে একটি হাতির বাচ্চাকে ভেসে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা বনদপ্তরে খবর দেয়। পাহাড়ে প্রবল বৃষ্টিতে উত্তাল হয়ে ওঠা নদীতে শাবকটি হাবুডুবু খেতে থাকে। খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত, চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা সহ বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। নাগরাকাটা থানার পুলিশ কর্মীরাও আসেন ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তারা হস্তিশাবক টিকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন। বন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে হস্তিশাবক টিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।