আজকাল ওয়েবডেস্ক : রাজস্থানের দেওঘর থেকে কংগ্রেসের বিরুদ্ধে অল আউট অ্যাটাক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যদি রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসে তবে এই রাজ্যে উন্নতি হবে। বর্তমানে যে সরকার এখানে রয়েছে তার ফলে এখানে দাঙ্গা,অপরাধ, দুর্নীতিতে এক নম্বর হয়ে রয়েছে। এদিন আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে সরকার গড়বে বিজেপি। রাজস্থানের পর্যটন শিল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখানকার পর্যটন শিল্পকে এক নম্বর করে তোলা হবে। এটা যদি করা হয় তবে এখানে বিনিয়োগ, শিল্প এবং শিক্ষার উন্নতি এমনই হয়ে যাবে। তবে সেজন্য এখানে এক শক্তিশালী সরকার দরকার যারা বিরোধীদের তোয়াক্কা না করে নিজেদের কাজ করতে পারবে। ৫ বছর আগে যখন কংগ্রেস এখানে ক্ষমতায় আসে তখন তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নের কাজ এখানে বন্ধ করে দিয়েছে। ফলে মানুষের ভোগান্তি বেড়েছে। তবে ৩ ডিসেম্বর যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন ফের রাজস্থানে উন্নতির জোয়ার আসবে। তিনি বলেন, আমাদের একটাই জোট। সেটা হল জনগণের সঙ্গে জোট। ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভার ভোট হবে ২৫ নভেম্বর। ২০১৮ সালে কংগ্রেস এখানে ৯৯ টি আসনে জয়লাভ করে। বিজেপি পায় ৭৩ টি আসন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন অশোক গেহলট।
