আজকাল ওয়েবডেস্ক : ডিপফেক নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার আর নয়। ডিপফেক নিয়ে এবার কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র। জানালেন তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর ডিপফেক। তাই এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডিপফেট নির্মাতাকে জরিমানা করা হবে। পাশাপাশি যে সংস্থা এর সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তিকে সঠিক কাজে যদি ব্যবহার না করা হয় তবে কেন্দ্র সরকার চুপ করে বসে থাকবে না। কেন্দ্রীয় সরকার দ্রুত এবিষয়ে কড়া ব্যবস্থা আনতে চলেছে। দেশের স্বার্থে ডিপফেক নিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় আলোচনা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, রশ্মিকা মন্দানার ডিপফেক নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় সবদিকে। এরপর এই তালিকায় যুক্ত হয় ক্যাটরিনা কাইফ এবং কাজলের নামও। প্রযুক্তির অপব্যবহার যদি কেউ করে তবে তারা ছাড় পাবে না। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করবে। কয়েকদিন আগে জি ২০ বৈঠকে ডিপফেক নিয়ে উদ্বেগ শোনা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রীর গলায়। তাই আর দেরি না করে এবিষয়ে নড়েচড়ে বসল মন্ত্রক।
