আজকাল ওয়েবডেস্ক:‌ প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড। নদিয়ার শান্তিপুরের কৃষ্ণনগর রোডের পাওয়ার হাউস এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বৃহস্পতিবার রাত প্রায় তিনটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়েই স্থানীয়রা দমকলে খবর দেন। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার শ্রমিকরা। 
গোটা কারখানা পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, রাতে কাজ শেষে শ্রমিকরা বাড়ি চলে যান। আর ভোররাতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গেছে, কারখানায় মজুত ছিল প্রায় হাজারখানেক প্লাস্টিকের দানার বস্তা। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ। প্রসঙ্গত, কারখানা মালিক গিরিশ রায়ের মেয়ের শুক্রবার বিয়ে। ঠিক তার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় চক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।