আজকাল ওয়েবডেস্ক : দ্রুত অবসরের পথে হাঁটা খুব একটা খারাপ নয়। তবে সেজন্য আগে থেকে গুছিয়ে পথ চলতে হবে। সঠিকভাবে বিনিয়োগের পথে হাটলে অল্প বয়সেই অবসর নেওয়া যেতে পারে। মাসে ২৫ হাজার বিনিয়োগ করে কীভাবে দ্রুত ৮৪ লক্ষ টাকা জমিয়ে নিজের অবসরকে সাজিয়ে তুলবেন তার হদিশ দেওয়া হল।

 

 মিউচুয়াল ফান্ডে যদি ধাপে ধাপে বিনিয়োগ করা যায় তবে অবসর নিয়ে চিন্তা করতে হবে না। মাসে ৬০ হাজার টাকা যদি অবসরের সময় পেয়ে যান তাহলে খুব একটা খারাপ হবে না। যদি আপনার বয়স ৪০ বছর হয় এবং যদি ৫০ বছরেই অবসর নিতে চান তবে দরকার রয়েছে মোট ৮৪ লক্ষ টাকা।

 

মিউচুয়াল ফান্ডে যদি মাসে ২৫ হাজার টাকা করে জমাতে পারেন তবে ১০ থেকে ১২ শতাংশ হারে সুদ মিলবে আপনার। এরফলে আগামী ১০ বছরের মধ্যে ৮৪ লক্ষের বেশি টাকা আপনার হাতে চলে আসবে। এই বিনিয়োগের পরিমান যতটাই বাড়বে ততটাই বেশি অর্থ আপনি অবসরের সময় পাবেন।