সোনা যার কাছে থাকে সে অতি দ্রুত সকলের আগে এগিয়ে চলে। এই তালিকায় এবার সকলকে চমকে দিল সৌদি আরব। তাদের দেশে পাওয়া গেল চারটি সোনার খনি।
2
9
সৌদি আরবের এই সোনার খনি থেকে পাওয়া গিয়েছে প্রায় আট মিলিয়ন আউন্স সোনা। মাটির তলার সমীক্ষা থেকে এটি জানা গিয়েছে।
3
9
এই সোনা পাওয়ার পর বিশ্বের বাজারে সৌদি আরব নিজেকে অনেকটা মেলে ধরতে পারবে বলেই মনে করা হচ্ছে। চলতি বছরে সৌদি আরবে এই সোনার খনি তাক লাগিয়েছে গোটা বিশ্বকে।
4
9
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরেই সোনার খনি নিয়ে গবেষণা চালিয়ে আসছিল। এতদিন পর তারা স্বস্তির মুখ দেখল।
5
9
এর আগেও সৌদি আরবের সোনার খনি নিয়ে বেশ কয়েকটি ভুয়ো খবর প্রকাশিত হয়েছিল। তবে সেগুলির সত্যতা স্বীকার করেনি সৌদি সরকার।
6
9
সৌদিতে পাওয়া সোনার খনি থেকে ইতিমধ্যেই সোনা তোলার কাজ শুরু হয়েছে। দ্রুত সেগুলিকে তুলে মজুত করাই এখন সৌদি সরকারের প্রথম টার্গেট।
7
9
সোনায় সমৃদ্ধ হওয়ার পর সৌদি সরকার জানিয়েছে তারা তেলের পাশাপাশি এবার সোনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। ফলে সেখানে তাদের অর্থনীতি অনেকটা উন্নত হবে।
8
9
আরবের মতো দেশে সোনার খনি সহজে মেলে না। সেখানে সৌদি আরবে সোনা মেলার পর বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সকলে।
9
9
এখান থেকে যে টন টন সোনা তোলা হবে তাকে সৌদি সরকার নিজের দেশের কাজে লাগাবে বলেই খবর। এই কাজে সৌদি সরকার নিজের দেশ ছাড়াও বিদেশ থেকে প্রচুর শ্রমিক নিয়োগ করবে।