আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনার টেবিলে বসলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সোমবার সন্ধেয় মমতার কালীঘাটের বাড়িতে প্রায় ঘণ্টাদুয়েক হয় বৈঠক। ছিলেন জুনিয়র চিকিৎসকদের ৪০ জনের প্রতিনিধিদল। বৈঠকে জট কি কাটল? সেই উত্তর অধরা। সূত্রের খবর, কালীঘাট থেকে সল্টলেক ফিরে জুনিয়র চিকিৎসকরা ধরনা মঞ্চে থাকা সতীর্থদের সঙ্গে আলোচনা এবং গভর্নিং বডির বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সূত্রের খবর, নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় থেকেই আলোচনা চালিয়েছেন জুনিয়র চিকিৎসকদের ৪০ প্রতিনিধি। এছাড়া বৈঠকে আরও অনেক বিষয় নিয়েই আলোচনা হয়। এই সংক্রান্ত একটি স্মারকলিপিও তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন। রাজ্য প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজি। বৈঠক শেষ হয়ে গেলেও জুনিয়র চিকিৎসকরা আরও কিছুক্ষণ কালীঘাটের বাসভবনে ছিলেন। কারণ, পূর্ব শর্ত অনুযায়ী বৈঠকের কার্যবিবরণীতে সই করার কাজ চলে। আর সেটাই গুরুত্বপূর্ণ নথি আন্দোলনকারীদের তরফে। তবে সূত্রের খবর, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলনকারী চিকিৎসকেরা যে দাবি তুলেছেন, তা মেনে নিয়েছে রাজ্য। এদিকে বৈঠক যখন চলছে, তখন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় উঠছে স্লোগান, ‘বিচার চাই’।
