আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী রাজবংশী সম্প্রদায়। সেই রাজবংশী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, খাদ্যাভাস তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ির উজান ভাটি ঐক্য মঞ্চ। রবিবার দেশি বাজনার প্রতিযোগিতার আয়োজন করা হয় ধূপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া এসসি প্রাইমারি স্কুলের মাঠে।

 

 

উল্লেখ্য, পূজা তিথি সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজবংশী সমাজে যে বাজনার ব্যবহার হয় সেই বাজনারই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন প্রথমেই রাজবংশী সমাজের রীতি মেনে রাজবংশী জাতির জনক ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। রাজবংশী রীতিতে বরণ করে নেওয়া হয় অতিথিদের।

 

 

তারপরেই শুরু হয় প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, ঝাড় আলতা ১ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী, ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ওসি রমেন লস্কর, বাংলাদেশ থেকে আগত শিক্ষক মধূসুদন রায় সহ বিশিষ্টরা।

 

 

মূলত, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের দেশী বাজনাদারদের উজ্জীবিত করতেই এই আয়োজন। পাশাপাশি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন খাবারের স্টল দেওয়া হয়েছিল।