আজকাল ওয়েবডেস্ক : সিম কার্ড তো অনেকে কিনে নিয়ে যান। কিন্তু এর থেকে অপরাধীরা নিজেদের কাজ করতে পারে সেটা কী জানেন। আপনার সিম থেকে তৈরী হতে পারে অন্য একটি নকল সিম। তারপর সেই সিমকে কাজে লাগিয়ে অপরাধী সব ধরণের অপরাধ করতে পারে। তারপর দিনের শেষে আপনি পড়তে পারেন মহা বিপদে।
তাহলে আগে থেকে সতর্ক হয়ে যান। নতুন সিম কার্ড নিতে হলে বেশ কিছু নতুন নিয়ম করা হয়েছে। সেগুলি মেনে চললে সহজে আর ঠকে যাবেন না। একবার দেখে নিন নতুন এই নিয়মগুলি।
কোনও দোকানে গিয়ে সিম কার্ড নিতে হবেনা। বিনা কোনও কাগজ জমা দেওয়ার আগেই আপনি সিম কার্ড পেয়ে যাবেন।
এবার থেকে শুরু হচ্ছে ই কেওয়াইসি। এর ফলে গোটা বিষয়টি ডিজিটাল হবে। এই কাজে ব্যবহার করা হবে নিজের আধার কার্ডের নম্বর।
প্রিপেইড হোক বা পোস্টপেইড যেকোনো সিম কার্ড নিতে এই নিয়ম চালু হবে। আপনার ফোনে একটি ওটিপি যাবে। সেটাই যথেষ্ট। এর ফলে যদি কেউ ভুয়ো সিম কার্ড বিক্রি করতে চায় সেটাও ধরা পড়ে যাবে।
