আজকাল ওয়েবডেস্ক:  সময় বেশি নেই। ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিজের আধার কার্ড আপডেট করুন। নাহলে কিন্তু হতে পারে জরিমানা। ইতিমধ্যেই ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আধার কার্ড ভারতে চালু করা হয়েছে ১০ বছরের বেশি সময় হয়ে গিয়েছে।

 

যারা নিজেদের আধার কার্ড এখনও পর্যন্ত আপডেট করেননি তাঁদের কাছে ১৪ সেপ্টেম্বর শেষ সময়। এই সমস্ত ব্যক্তিকে নিজেদের আধার কার্ড আপডেট করতে হবে। নিজেদের পরিচয়পত্র এবং ঠিকানার সঠিক তথ্য জমা দিয়ে করতে হবে আপডেট। যারা ১৪ সেপ্টেম্বরের পর নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করবেন না তাঁদের জন্য এরপর আপডেট করতে হলেই দিতে হবে ৫০ টাকা করে জরিমানা। 

 

কিভাবে করবেন নিজের আধার আপডেট দেখে নিন

 

১. আধারের পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। একটি ওটিপি যাবে আপনার মোবাইল ফোনে।

 

২. এরপর আধার আপডেট অপশনে নিজের ভাষাটি বেছে নিতে হবে।

 

৩. নিজের পরিচয়পত্র এবং ঠিকানার তথ্য আপডেট দিতে হবে।

 

৪. এরপর সমস্ত তথ্য সঠিক, এই অপশনে ক্লিক করতে হবে।

 

৫. নিজের সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে।

 

৬. প্রতিটি সাবমিট করা ডকুমেন্ট জেপেগ, পিএনজি বা পিডিএফ ফর্মাটে দিতে পারেন।

এরপর সমস্ত তথ্য সাবমিট করতে হবে।