আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি বস্তাভর্তি বোমা। ইতিমধ্যেই ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে। ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার ২ নম্বর লাইনের একটি পরিত্যক্ত বাড়িতে বস্তাভর্তি বোমা দেখতে পান এক ব্যক্তি। এই পরিত্যক্ত বাড়ির মালিকিন রজন্তী ওঝা। বাড়ির মালকিন এই পরিত্যক্ত বাড়ির পাশে নিজের আরেকটি বাড়িতে তাঁর পুত্রবধূকে নিয়ে থাকেন। ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। গতকাল রাতে ওই ব্যক্তি বাড়ির মালকিনকে ডেকে সেই বস্তাভর্তি ব্যাগে বোমা দেখান। তারপর তাঁরা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে এসে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। পুলিশের অনুমান প্রায় ২০টি বোমা রাখা আছে ওই বস্তায়। কে বা কারা কী উদ্দ্যেশে এই বোমা রেখে গেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। তবে সকালে বোমা উদ্ধারে ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে। বোমাকে ঘিরে এলাকায় বিরাট আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
