আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা। স্ত্রী ঋতিকা সচদেব। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর দু’জনের বিয়ে হয় ২০১৫ সালের ১৫ ডিসেম্বর। জানা যায়, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দু’জনের আলাপ হয়েছিল। তারপর শুরু হয় প্রেম। অবশেষে পরিণয়। পেশায় একজন স্পোর্টস ম্যানেজার ঋতিকা। দীর্ঘদিন তিনি রোহিতের স্পোর্টস ম্যানেজার ছিলেন।
রোহিতকে বিয়ের আগে এমনকী রোহিতের সঙ্গে আলাপের আগে বেশ কয়েক বছর বিরাট কোহলির স্পোর্টস ম্যানেজার ছিলেন ঋতিকা। জল্পনা, বিরাটের সঙ্গেও এক সময় সম্পর্ক ছিল ঋতিকার।
বর্তমানে অনুষ্কার সঙ্গে চুটিয়ে সংসার করছেন বিরাট। তাদের দুই সন্তানও রয়েছে। শোনা যায়, ২০১০ সালে বিরাটের ‘স্পোর্টস ট্যালেন্ট ম্যানেজার’ হিসেবে কাজ করেছিলেন ঋতিকা। সে সময় নাকি বিরাট ও ঋতিকাকে প্রায়শই এক সঙ্গে দেখা যেত। এমনকি, তাঁরা এক সঙ্গে সিনেমাও নাকি দেখতে যেতেন। তবে সেই গুঞ্জন নিয়ে কেউই কখনও মুখ খোলেননি। কিন্তু এরপরেই রোহিতের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ঋতিকার। আর বিরাটের জীবনে আসেন অনুষ্কা। এক বিজ্ঞাপনী শুটিংয়ে আলাপ থেকে শুরু বন্ধুত্বের। তারপর থেকে বিরাট শুধু ঋতিকার একজন বন্ধু হিসেবেই থেকে গেছেন। আর অনুষ্কা–ঋতিকার বন্ধুত্বও বেশ গভীর।
