আজকাল ওয়েবডেস্ক:‌ দলীপ ট্রফিতে খেলছেন না। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরুষ্কা। আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলেছিলেন কোহলি। এখন লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কোহলি। প্রসঙ্গত, দ্বিতীয় সন্তান জন্মের পর লন্ডনেই রয়েছেন অনুষ্কা। খেলার মাঝে ছুটি পেলে কোহলিও চলে আসেন লন্ডনে। সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অনুষ্কা জানিয়েছেন, ‘‌সময় পেলে দুই সন্তানের জন্য তাঁরা দু’‌জনেই রান্না করেন।’‌ এরপরই মজা করে অনুষ্কা বলেছেন, ‘‌কী রান্না করব তা মাকে জিজ্ঞাসা করে তৈরি করি।’‌ অনুষ্কার কথায়, ‘‌কখনও সন্তানদের জন্য বিরাট খাবার তৈরি করে। কখনও আমি করি। কখনও কখনও মাকে ফোন করে জেনে নিই কি বানাব।’‌ সন্তানদের প্রতিদিনকার রুটিন নিয়েও কথা বলেছেন অনুষ্কা। তাঁর কথায়, ‘‌আমরা প্রচুর ঘুরি। তাই সন্তানদের কথা সবার আগে ভাবতে হয়। খাবার সময় ঠিক করা থাকে। ওই সময়েই দুই সন্তানকে খাইয়ে আমরাও খেয়ে নিই।’‌