আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে চড়া রোদ, ভ্যাপসা গরম। চরম আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দশা সাধারণ মানুষের। যদিও আর কিছুদিনের মধ্যেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহান্তে বাংলার জেলায় জেলায় দুর্যোগ, দুর্ভোগ বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এর ফলে দক্ষিণবঙ্গে আবারও ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। চড়া রোদ আপাতত থাকলেও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রার পারদ আবারও খানিকটা নামতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। শুক্র-শনি-রবিবার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতায় সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, বেলায় পরিবর্তন হতে পারে। আজও বেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। ভারি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে চলতি সপ্তাহে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে।
